আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমরা পরিবারকে না জানিয়ে বিয়ে করি।তখন মাযহাব সম্পর্কে ধারণা ছিল না।কারো পরামর্শ ছাড়া নিজেরা বিয়ে করি। পরে ইউটিউবে ভিডিও দেখে দেখে শাফেয়ী মাযহাব মানা শুরু করি।যেমন সামুদ্রিক প্রানী খাওয়া হালাল মনে করি শামুক,হাঙ্গরের শুটকি এইসব খাই।নামাজে বুকে হাত বাঁধি।এখন আমি শাফেয়ী মাযহাব মানি মোটামুটি। কিন্তু এই মাযহাবে অভিভাবক ছাড়া বিয়ে হয়না।যখন বিয়ে করি তখন মাযহাব নিয়ে ধারণা ছিল না কারণ আমি নওমুসলিম ছিলাম কোনো মাযহাব ফলো করতাম না।
আমাদের বিয়েটা কি শুদ্ধ ছিল?