বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি প্রত্যেকটা প্রশ্নের জন্য একটি শিরোনাম দেন কেন? প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক শিরোনাম দিবেন।
(১)
কেউ যদি তার স্ত্রীকে মন খারাপ করে বলে , "তুমি খুশি নাই আমার সাথে, আমি বুঝতেছি তুমি মনে হয় ডিভোর্স দিবা"।
এই কথায় স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া বুঝাবে না।
২. কেউ যদি তার স্ত্রীকে হতাশ হয়ে বলে, "তুমি ভালো না থাকলে পরে আমাকে ডিভোর্স দিবা আমি বুঝতেছি"
এই কথা হতাশ হয়ে স্ত্রীকে বললে স্ত্রী অধিকার অধিকার পাবে না।
৩. কেউ যদি তার স্ত্রীকে বলে "ছাইড়া দাও" এই কথায় স্ত্রী মজলিস থেকে উঠার পূর্ব পর্যন্ত বা উক্ত মজলিসে অন্য কাজে মনযোগী হওয়ার পূর্ব পর্যন্ত তালাকের অধিকার পাবে।
৪. "তোমার ইচ্ছা হইলে ছাইড়া দিও" এই কথায় স্ত্রী সর্বদা তালাকের অধিকার পাবে।
৫. "তুমি আমারে ছাইড়া দিয়া চলে যাও" এই কথায় স্ত্রী মজলিস থেকে উঠার পূর্ব পর্যন্ত বা উক্ত মজলিসে অন্য কাজে মনযোগী হওয়ার পূর্ব পর্যন্ত তালাকের অধিকার পাবে।