আসসালামু আলাইকুম,
আমার প্রশ্ন হল, একটা কথা আমাদের সমাজে প্রচলিত যে, ঠিক সন্ধার পর বা রাতে বাসা থেকে গর্ববতী মহিলা বা নবজাতক শিশুকে নিয়ে বাসার বাহিরে যাওয়া উচিত না। খারাপ জ্বীনের আছর পরে। আমি একটা হাদিসে পড়েছিলাম যে, ঠিক সন্ধার সময় ঘরের দরজা কিংবা পর্দা টেনে দিতে হয়। এতটুকুই।
এখন কোন প্রয়োজনে গর্ববতী নারীকে কিংবা নবজাতক শিশুকে ঠিক সন্ধায় বা তার পরে বাড়ির বাহিরে কি না নেওয়া উচিত? ইসলামি শরিয়াতে কী আমাদের এই ব্যাপারে কোন দিক নির্দেশনা আছে?