বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হরমোনাল কারণে যদি স্বাভাবিক চুল পাকার বয়সের পূর্বে চুল পেকে যায়,তাহলে কালো খেযাব দেয়া যাবে। কেননা এখানে তো ধোঁকা দেয়া হচ্ছে না।অথচ ধোঁকা হওয়া দরুণই মূলত চুলে কালো খেযাব দেওয়ার বিধান মাকরুহে তাহরীমি ছিলো। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/761
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
২৬ বছর বয়সে চুল পেকেছে এর অর্থ হল, অসময়ে চুল পেকেছে, সুতরাং আপনি চুলে কলপ দিতে পারবেন।
(২)
গান শোনা কবিরা গোনাহ।তবে গান শোনার জন্য কুফরি হবে না।
কবিরা গোনাহ করলে কি মানুষ মুসলমান থাকবে?
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1786
সে সমস্ত হাদীসে কবিরা গোনাহ করলে কাফির হওয়ার কথা বর্ণিত রয়েছে,সে সব হাদীসের ব্যখ্যা জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/779
আহলে সুন্নত ওয়াল জামাতের বড় দশটি আকিদার একটি আকিদা হল,মানুষ কবিরা গোনাহে লিপ্ত হলে সে গোনাহগার হবে তবে কাফির হবে না।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1402