বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻗﺎﻝ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ : ( ﻟَﺎْ ﻳُﺤِﺐُّ ﺍﻟﻠّﻪُ ﺍﻟْﺠَﻬْﺮَ ﺑِﺎﻟﺴُّﻮﺀِ ﻣِﻦَ ﺍﻟْﻘَﻮْﻝِ ﺇِﻻَّ ﻣَﻦْ ﻇُﻠِﻢَ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﺳَﻤِﻴْﻌًﺎ ﻋَﻠِﻴْﻤًﺎ ) ﺍﻟﻨﺴﺎﺀ 148/ .
আল্লাহ কোন মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ। ( সূরা নিসা-১৪৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/19877
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
হিন্দুকে গালী দেয়ার নিয়তে মালাউন বলা যাবে না। জায়েয হবে না। মালাউন অর্থ অভিশপ্ত। যেহেতু কাফিরের উপর আল্লাহর অভিশাপ আপতিত হয়ে থাকে, তাই সে হিসেবে গালী প্রদান নয়, বরং ব্যখ্যা প্রদাণের নিয়তে অমুসলিমদেরকে মালাউন বলা যেতে পারে।এতে কোনো সমস্যা হবে না।
(২)
ট্যাটু যদি অজুর অঙ্গ সমূহে থাকে, এবং ট্যাটু পানি পৌছতে প্রতিবন্ধক হয়, তাহলে এই ট্যাটু থাকাবস্থায় অজুও হবে না এবং নামাযও হবে না। ট্যাটু কি পানি প্রতিবন্ধক? সে সম্পর্কে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন। যদি পানি প্রতিবন্ধক হয়, তাহলে এদ্বারা অজু হবে না। এবং নামাযও হয়নি। অতীতের নামাযকে কাযা করে নিতে হবে।