বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"তুমি অন্য ছেলে দেখে বিয়ে করে নিতে পারো।"
এ কথা দ্বারা স্ত্রী মজলিসের ভিতর তালাকের অধিকার প্রাপ্ত হবে।মজলিস শেষ হয়ে গেলে তালাকের অধিকারও শেষ হয়ে যাবে।
"'তোমাকে মুক্তি দিলাম।"
এই কথা কেনায়া তালাকের অন্তর্ভুক্ত। তালাকের নিয়ত থাকলে তালাক পতিত হবে। তালাকের নিয়ত না থাকলে তালাক হবে না।
(২)
দেনমোহরের টাকা যোগাড় করতে পারলে উকিলের চেম্বারে ডাকব। সাইন করে টাকা নিয়ে যাবে। সেখানেই সব শেষ।
উক্ত কথার দ্বারা কেনায়া তালাক পতিত হবে। আপনি এ জাতীয় প্রশ্ন পূর্বেও একবার করেছেন, তখন আমরা তালাক না হওয়ার কথা বলেছিলাম।কিন্তু এখন আপনার প্রশ্নের ধরণ ভিন্ন, তাই বলছি যে, তালাক পতিত হবে।
২. কেনায়া তালাক হলে সামাজিক/আইনগত জটিলতার কারণে স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে বা আবার একসঙ্গে থাকতে বাধ্য হলে, বিয়ে করা যাবে। তবে কেনায়া তিন তালাক হলে, আর বিয়ে করা যাবে না।