আমি একজন স্কুলছাত্রী। আমি আলহামদুলিল্লাহ শরয়ীভাবে পর্দা করি এবং এর ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছি। আমাকে স্কুলে সকাল ১০টা থেকে ৩ঃ৩০ অব্দি থাকতে হয়। আমার বাসায় আসতে আসতে ৪ঃ০০ বেজে যায়। আমি নিয়মিত ১ মাস ধরে যুহরের নামাজ বাসায় এসে একদম ওয়াক্ত শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমাদের স্কুলে মসজিদে মহিলাদের নামাজ পড়ার আলাদা ব্যাবস্থা আছে। কিন্তু, আমি সেখানে নামাজ পড়ি না নিম্নলিখিত কয়েকটা কারণের জন্য,
১) মসজিদে মহিলাদের কক্ষ একদম পুরুষদের কক্ষের পাশাপাশি, মাঝখানে থাইগ্লাস দেওয়া। এমতাবস্থায় আমি ভয়ে থাকি এই বুঝি কোনো ছেলে থাইগ্লাস খুলে উকি মারল এবং আমার চেহারা দেখে ফেলল।
২) আমার ক্লাসের একজন সহপাঠী মসজিদে নামাজ পড়ে, যে আমাকে সবসময় ক্ষতি করার জন্য আমার পেছনে লেগে পড়ে থাকে। গতবার মসজিদে নামাজ পড়ায়, ওই মেয়েটা আমার জুতো জানালা দিয়ে ফেলে দিয়েছিল, যার ফলে আমাকে খালি পায়ে স্কুল ত্যাগ করতে হয়।
৩) আমার ক্লাসের আরেকজন সহপাঠীও মসজিদে নামাজ পড়ে, যে ছেলেদের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত। মেয়েটা অনন্য মেয়েদের মুখের সৌন্দর্যের বর্ণনা অন্য ছেলেদের সামনে তুলে ধরে।
এমতাবস্থায়, আমার কি করা উচিত হবে? আসরের ঠিক আগে যুহরের ওয়াক্তের একদম শেষমুহুর্তে এসে নামাজ পড়া উচিত, নাকি স্কুলের মসজিদে যুহরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উচিত?