আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
162 views
in সালাত(Prayer) by (34 points)
closed by
আমি একজন স্কুলছাত্রী। আমি আলহামদুলিল্লাহ শরয়ীভাবে পর্দা করি এবং এর ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছি। আমাকে স্কুলে সকাল ১০টা থেকে ৩ঃ৩০ অব্দি থাকতে হয়।  আমার বাসায় আসতে আসতে ৪ঃ০০ বেজে যায়। আমি নিয়মিত ১ মাস ধরে যুহরের নামাজ বাসায় এসে একদম ওয়াক্ত শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে আদায় করছি।  আলহামদুলিল্লাহ, আমাদের স্কুলে মসজিদে মহিলাদের নামাজ পড়ার আলাদা ব্যাবস্থা আছে। কিন্তু, আমি সেখানে  নামাজ পড়ি না নিম্নলিখিত কয়েকটা কারণের জন্য,

১) মসজিদে মহিলাদের কক্ষ একদম পুরুষদের কক্ষের পাশাপাশি, মাঝখানে থাইগ্লাস দেওয়া। এমতাবস্থায় আমি ভয়ে থাকি এই বুঝি কোনো ছেলে থাইগ্লাস খুলে উকি মারল এবং আমার চেহারা দেখে ফেলল।

২) আমার ক্লাসের একজন সহপাঠী মসজিদে নামাজ পড়ে, যে আমাকে সবসময় ক্ষতি করার জন্য আমার পেছনে লেগে পড়ে থাকে। গতবার মসজিদে নামাজ পড়ায়, ওই মেয়েটা আমার জুতো জানালা দিয়ে ফেলে দিয়েছিল, যার ফলে আমাকে খালি পায়ে স্কুল ত্যাগ করতে হয়।

৩) আমার ক্লাসের আরেকজন সহপাঠীও মসজিদে নামাজ পড়ে, যে ছেলেদের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত। মেয়েটা অনন্য মেয়েদের মুখের সৌন্দর্যের বর্ণনা অন্য ছেলেদের সামনে তুলে ধরে।


এমতাবস্থায়, আমার কি করা উচিত হবে? আসরের ঠিক আগে যুহরের ওয়াক্তের একদম শেষমুহুর্তে এসে নামাজ পড়া উচিত, নাকি স্কুলের মসজিদে যুহরের আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উচিত?
closed

1 Answer

+1 vote
by (597,330 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পরই মূলত আসরের ওয়াক্ত শুরু হয়।জোহরের ওয়াক্ত কখন শেষ হবে? এবং আসরের সূচনা কখন হবে? এ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে।ইমাম শা'ফেয়ী রাহ,ইমাম মালিক রাহ,ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ সহ ইমাম আবু ইউসুফ রাহ ও ইমাম মুহাম্মাদ রাহ এর মতে ছায়ায়ে আসলি ব্যতীত এক মিছিল পরিমাণ প্রত্যেক জিনিষের ছায়া হওয়ার পর জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়,এবং আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়।ইমাম আবু-হানিফা রাহ থেকেও এক অভিমত রয়েছে।

ইমাম আবু হানিফা রাহ থেকে প্রসিদ্ধ মতানুযায়ী দুই মিছিলের পর জোহরের ওয়াক্ত শেষ হবে এবং আসরের ওয়াক্ত শুরু হবে।হানাফি মাযহাবে উভয় মাযহাবের উপর ফাতাওয়া রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/705

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি জোহরের নামায আউয়াল ওয়াক্তে স্কুলে পড়ার চেষ্টা করবেন।এমন ভাবে নামাযে দাড়াবেন যে, হঠাৎ যদি কেউ থাই গ্লাস খুলে ফেলে, তাহলে আপনি তৎক্ষণাৎ নামায ভেঙ্গে মুখ ঢেকে ফেলবেন। নামাযের সময় জুতাকে পলিথিনে মুড়িয়ে সামনে রাখবেন,তাহলে আর কেউ বাহিরে জুতা ফেলতে পারবে না।

তারপরও যদি সম্ভব না হয়, তাহলে আপনি বাসায় এসে নামায পড়বেন।সময় না থাকলে কাযা করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...