আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
226 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (1 point)

আসসালামু আলাইকুম

  1. ১. কোন মুসলিম হিন্দুদেরকে শারদীয়া শুভেচ্ছা জানালে তার ঈমান থাকবে?
  2. ২.কোন সরকার যদি আল্লাহর রাসুলের কটুক্তিকারীকে কোন শাস্তি না দেয়, এবং কটুক্তির প্রতি নিন্দা পোষণ না করে তার ঈমান থাকবে?
  3. ৩. মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারবে?
  4. ৪. একটা ফতোয়ায় বলা হইছে জনগনের উপর ইসলামিক সরকার গঠন করা ফরজ। সেটা কিভাবে করবে?

1 Answer

0 votes
by (589,260 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিশিষ্ট মুহাক্বিক আলেম সালেহ আল-মুনাজ্জিদ রাহ বলেন,
খ্রিস্টমাস (বড়দিন) কিংবা অন্য কোন বিধর্মীয় উৎসব উপলক্ষে কাফেরদের শুভেচ্ছা জানানো আলেমদের সর্বসম্মত মতানুযায়ী হারাম। ইবনুল কাইয়্যেম (রহঃ) তাঁর লিখিত “আহকামু আহলিয যিম্মাহ” গ্রন্থে এ বিধানটি উল্লেখ করেছেন। তিনি বলেন: “কোন কুফরী আচারানুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। যেমন- তাদের উৎসব ও উপবাস পালন উপলক্ষে বলা যে, ‘তোমাদের উৎসব শুভ হোক’ কিংবা ‘তোমার উৎসব উপভোগ্য হোক’ কিংবা এ জাতীয় অন্য কোন কথা। যদি এ শুভেচ্ছাজ্ঞাপন করা কুফরীর পর্যায়ে নাও পৌঁছে; তবে এটি হারামের অন্তর্ভুক্ত।

(২)
সরকার যদি রাসুলাল্লাহ সাঃ এর কুটুক্তিকারীদের শাস্তি না দেয়, কিংবা নিন্দা জ্ঞাপন না করে,যদি এটা কুটুক্তিকারীদের প্রতি সমর্থনজ্ঞাপন পূর্বক হয়ে থাকে,তাহলে সরকার বে-ঈমান,যিনদিক হিসেবে প্রমাণিত হবে।কিন্তু যদি ভিন্ন কোনো কারণে এমনটা হয়ে থাকে,তাহলে সেটা মুনাফিকি হিসেবে গণ্য হবে।

(৩)
মহিলাদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব সহ কোনোপ্রকার,  নেতৃত্ব পালন করা জায়েয হবে না।কেননা আল্লাহ কুরআনে বলেন,পুরুষরাই নারীদের নেতৃত্ব দিবে।

রাসূলুল্লাহ সাঃ বলেন,
قَالَ : لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً 
সে জাতী কখনো কামিয়াব হতে পারে না,যারা নারীকে নেতা হিসেবে গ্রহণ করে নেয়।(সহীহ বুখারী-৪৪২৫)বিস্তারিত জানতে ভিজিট করুন- 2944
সুতরাং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা নারীদের জন্য কখনো জায়েয হবে না।

(৪)
খেলাফত গঠন ফরযে কেফায়া।সেটা যেভাবে সম্ভব সেভাবেই গঠন করতে হবে।খেলাফত প্রতিষ্টার পদক্ষেপ সম্পর্কে জানতে ভিজিট করুন-1887 বর্তমানে গনতান্ত্রিক পদ্ধতিতেই খেলাফত প্রতিষ্টা সম্ভবপর বলে হচ্ছে।অন্যগুলো যদিও উত্তম কিন্তু জটিলও কঠিন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...