আসসালামু আলাইকুম,
অফিসের কর্পোরেট ক্যাচাল একটা চালু করছে- স্টাফদের জন্মদিন পালন। কেক এনে হৈহুল্লর করে কাটা। আলহামদুলিল্লাহ্, আমি বিরত আছি এসব থেকে।
গতকাল আমাদের সিইও'র জন্মদিনের কেক কেটেছে আমি যাইনি। এখন উনার মা আজকে এই উপলক্ষে আজ বিকেলে নাস্তা/মিষ্টি খাওয়াবেন। এই নাস্তা মিষ্টি খাওয়া কী উচিৎ হবে? বৈধ হবে? জানাবেন প্লীজ।