আসসালামু আলাইকুম উস্তাদ।
আমি একজন এডমিশন পরীক্ষার্থী।
যতগুলো এক্সাম দিয়েছি,,,ফুল পর্দা করে গিয়েছি আলহামদুলিল্লাহ।
অনেক সমস্যায় পড়তে হয়েছিল,, আল্লাহ তায়ালা সহায় ছিলেন আলহামদুলিল্লাহ।
এখন আমার লাস্ট আরেকটা এডমিশন টেস্ট আছে,,,এখন সেখানে প্রবেশপত্রে বলা আছে কান বের করে পুরো এক্সাম দিতে হবে।
এর আগের এক্সাম গুলোতে আমি ম্যাম দিয়ে চেক করে এক্সাম দিয়েছি।সেই এক্সাম গুলোতে এমন বলা ছিল না যে কান বার করে এক্সাম দিতে হবে।
কিন্তু এই এক্সাম এ বলা আছে কান বের করে এক্সাম দিতে হবে।
ছেলে মেয়ে উভয় হলে থাকবে আবার ছেলে শিক্ষক ও।
এখন আমি কি করতে পারি।
আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কান বার করবো না দরকার হলে এক্সাম দিবো না।
কিন্তু আমার এখনো কোথাও চান্স হয়নি বাসা থেকে অনেক কিছু শুনতে হচ্ছে।
আমি কি কান বের করে হিজাব করে যেতে পারবো?
যদিও আমি চাইনা,,, আমি এক্সাম দিবো না দরকার পরলে।কান বের করে এক্সাম দেওয়া জায়েজ হবে কি?
উস্তাদ আমাকে একটু জানাবেন এক্সাম খুব কাছে।