১. একটি হাদীসে আছে, যাদেরকে ভালবাসবে তাদের সাথেই হাশর হবে। এ হাদীসের মাধ্যমে একজনকে উপদেশ দিতে চাচ্ছি যে BTS ভক্ত। কিন্তু এরকম কাফেরদের সাথে হাশর হবার পরিণাম সম্পর্কে যদি বিস্তারিত বলতেন তবে বুঝাতে সুবিধা হতো।
এই কাফের - মুশরিকদের সাথেই যদি আমাদের হাশর হয় এর কি পরিণাম হবে তা সম্পর্কে একটু বলুন।
২. বাদ্যযন্ত্র তো হারাম। কিন্তু অনেকে, গ্লাসে পানি দিয়ে ওই গ্লাস বাজিয়েও মিউজিক তৈরি করে। এরকম যারা গ্লাস ব্যবহার করে মিউজিক তৈরি করে তা শোনা কি হারাম?
৩. সূরা বাকারার শেষ দুই আয়াত এর ফযীলত সম্পর্কে আছে, যে রাতে তা পাঠ করে তা তার জন্য যথেষ্ট হবে। এর ব্যাখ্যা কি?
৪. কুরআনে ছেলে ও মেয়ে উভয়কেই চোখের পর্দা করার কথা বলা আছে। কিন্তু আলেমরা বলে থাকে, মেয়েদের এক্ষেত্রে নিয়ম একটু ব্যতিক্রম। ফিতনার আশঙ্কা না থাকলে তাকানো জায়েজ।
মেয়েদের ক্ষেত্রে কি কারণে এটি জায়েজ?