ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদিস শরিফে এসেছে,
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘খরচের ব্যাপারে তুমি আগে নিজের প্রয়োজনীয় খরচের দায়িত্বশীল, তারপর তোমার স্ত্রীর, তারপর সামর্থ্য হলে তোমার নিকটাত্মীয়ের খরচ তোমার ওপর বর্তাবে।’ (সহিহ মুসলিম, হাদিস ৯৯৭)
অন্য একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কোনো ব্যক্তি তার পরিবারে যে খরচ করে তা-ও সদকাস্বরূপ, অর্থাৎ এতেও সে সদকার সওয়াব পাবে।’ (বুখারি : হাদিস ৪০০৬)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
এমন লোকের ভরনপোষণ না করলে গুনাহ হবেনা।
তার দায়িত্ব তো আপনার উপর নয়।
সুতরাং তাকে টাকা দেয়া বন্ধ করে দিলে তার হক নষ্ট করা হবেনা।
আত্মীয়তা রক্ষার জন্য তার মন রক্ষার্থে টাকা দিতেই হবে,এমন কোনো বাধ্যবাধকতা নেই।
(০২)
এতে তার হক নষ্ট করা হবেনা।
(০৩)
হ্যাঁ জায়েজ হবে।
সমস্যা নেই।
এটিকে হাদিয়া ধরা হবে।
(০৪)
এই প্রডাক্ট নেয়া জায়েজ।
তবে প্রডাক্ট খারাপ হলে ভালো বলে রিভিউ দেয়া যাবেনা।