স্বামী তালাকের ওয়াসওয়াসায় আক্রান্ত। কিছুক্ষণ পরপর তালাকের চিন্তা মাথায় আসে, চিন্তা সরিয়ে রাখতে পারেনা এবং আতংকিত হয়। কথাবার্তা খুব সাবধানে বলে। দৈনন্দিন কথাবার্তার সময় কেনায়া জাতীয় বাক্য বলার সময় নিয়ত হয়ে যায় কিনা এই ভয়ে থাকে।
১। এমতাবস্থায়, এরুপ ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যাক্তির দৈনন্দিন স্বাভাবিক কথাবার্তায় কেনায়া জাতীয় বাক্য উচ্চারণের ঠিক আগমুহূর্তে তালাক বিষয়ক চিন্তা অনিচ্ছাকৃতভাবে মাথায় আসলে তালাক পতিত হবে কি? এমনকি উক্ত চিন্তা মাথায় আসার সময়ে তালাকের ইচ্ছা বা সংকল্প যদি না থাকে।
২। রাগের অবস্থায় ১নং পয়েন্ট বর্ণিত ঘটনা ঘটলে কোনো সমস্যা হবে কি?