আসসালামু আলাইকুম। আমি ইদানিং একটি বিষয় নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছি।আমার সমস্যা হচ্ছে আমি গোসল করে যখন আমি কাপড় নাড়ি তখন। আমার মনের মধ্যে ওয়াস ওয়াসা আসে।এই তার/দড়ি পবিত্র কিনা।বাচ্চাদের কাপর এখানে শুকাতে দেয়।অমক প্রসাব করে ভাল ভাবে কুলুপ নেয়না।ও এখানে কাপড় নাড়ে।আমার কাপড় নাড়লে অপবিত্র হয়ে যাবে।তাছাড়া আমি যখন কোন আআত্মীয়ের বাসায় বেড়াতে যাই,তখনও কাপড় বারান্দায় দড়িতে শুকাতে দিতে দিধাদন্দে পড়ি।
এখন আমার প্রশ্ন হল,
১.আমি কিভাবে এর থেকে বের হব?
২.আমি যদি কাপড় ওখানে শুকাতে দেয়, কোন সমস্যা আছে কিনা?.
৩.অধিকাংশ মানুষই এই বিষয়ে খেয়াল করেনা,তাদের যদি নামাজ হয় আমার কেন হবে না?
৪. এই সকল ওয়াসওয়াসা আমকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিচ্ছে,আমি কি তাহলে কোন কিছুকেই পাত্তা দিবনা?.আর যদি মনে করেন দড়িতে নাপাকি লেগে আছে আমি ১০০% শিওর না, তবে অনুমান করতে পারি কারন বাচ্চাঁদের ভেজা কাপড় তিনবার না ধুয়েই একবার ধুয়েই অখানে মেলে দেয়।তার পরেও আমি ওখানে কাপড় নাড়লে কোন সমস্যা হবে কিনা?.কারন আমি যেখানেই যায়না কেন এই সমস্যা পড়তেই হবে।
৫.আমি একজন ওয়াসওয়াসা রোগি।। ওয়াস ওয়াসা থেকে মুক্তির জন্য যদি আমি (মনে করেন) ওখানে ইচ্ছে করেই কাপড় নাড়ি এই ভেবে যে আরে এতে কোন সমস্যা নেই।যদি সমস্যা হয়ও আমি কি আল্লাহর কাছে মাফ পাব কিনা?
আমার কাছে এগুলা আমার সাধ্যের বাইরে মনে হয়।।মনে হয় এগুলো আমার উপর বোঝাস্বরুপ।।যদিও আমার রব আমার সাধ্যের বাইরে কোন বোঝা চাপিয়ে দেন না।
সম্মানিত শায়েখ,আশা করি আমার প্রশ্নের পুরনাঙ্গ এবং সঠিক জবাব দিয়ে বাধিত থাকবেন।। জাজাকাল্লাহ।