ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(১.২.৩.৪)
হাদীস শরীফে এসেছেঃ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْجَزَرِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْسِلُ الْجَنَابَةَ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَإِنَّ بُقَعَ الْمَاءِ لَفِي ثَوْبِهِ .
সুওয়ায়াদ ইবনু নাসর (রহঃ) ... আয়িশা (রাঃ)থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় হতে জানাবাতের নাপাকী ধুইতাম, তারপর তিনি সালাতের জন্য বের হতেন অথচ পানির চিহ্ন তাঁর কাপড়ে বিদ্যমান থাকত।
সহিহ, নাসায়ী ২৯৬. ইবনু মাজাহ হাঃ ৫৩৬, বুখারি হাঃ ২২৯, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৫৭৯, ৫৮০
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনারা নিজ বাসাতেই হোক বা অন্য কোনো আত্মীয়র বাসা বা অন্য বাসা হোক,কাপড় নেড়ে দেওয়ার দড়িতে নাপাকির চিন্হ/গন্ধ পাওয়া গেলে তবে সেটিকে নাপাক ধরবেন।
নতুবা নয়।
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত দড়িতে আপনি যে কাপড় নেড়ে দেব,সেগুলোতে নাপাকির কোনো চিন্হ/গন্ধ না পেলে, সেগুলিকে নাপাক বলা হবেনা।
আরো জানুনঃ
আপনি যদি নিশ্চিত হোন দড়িতে কোনো কাপড় অবশ্যই পূর্ণ ভাবে পাক না করেই নেড়ে দেয়া হয়েছে,তাহলে দড়ি শুকিয়ে যাওয়ার পর আপনার পাক কাপড় ভালোভাবে চিপে পানি বের করে দিয়ে সেখানে নাড়িয়ে দিতে পারবেন।
এক্ষেত্রে আপনার পাক ভেজা কাপড়ের পানি দিয়ে দড়ি (চিপলে পানির ফোটা বের হবে,এমনভাবে) ভিজে না গেলে আপনার কাপড় নাপাক হবেনা।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনি উক্ত দড়িতে হ্যাঙ্গার লাগিয়ে কাপড় শুকাতে দিবেন।
(০৫)
আপনি সেখানে শুকনো দড়িতে কাপড় নাড়িয়ে দিবেন।
কাপড় নাড়িয়ে দেয়ার আগে আপনার ভেজা কাপড় ভালোভাবে চিপে নিবেন,তাহলেই আর সমস্য হবেনা। ইনশাআল্লাহ।