বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ফাল্ইয়াফরাহু শব্দটি আরবী নির্দেশবাচক প্রথম পুরুষ এর শব্দ।যার শব্দমূল হল,ف،ر،ح - আরবী فرح শব্দের অর্থ হল-
فَرِحَ : ابتهج، انشرح صدره، رضِي، عكسه ترِح
আনন্দ,সন্তুষ্ট,খুশী, আত্মতৃপ্তি,
সুতরাং এ শব্দটির অর্থ হবে,তারা যেন সবাই হাসে,সন্তুষ্ট থাকে।
আল্লাহ তা'আলা বলেন,
قُلْ بِفَضْلِ اللّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُواْ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
বল, আল্লাহর দয়া ও মেহেরবাণীতে। সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিৎ। এটিই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছ।(সূরা ইউনুস-৫৮)