আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ। শায়খ প্রশ্নগুলো জানার জন্য।আমার কোন বিষয় নই।মনে হয় প্রশ্নগুলো আগেও কয়েকবার করেছি।আপনি সমস্যা হবে না বলেছিলেন।সন্দেহে দূর করার জন্য আবার করলাম প্রশ্ন।
১।ধরেন একটা মেয়েকে স্বামী মুখে বা লেখার মাধ্যমে যদি তালাকের পাওয়ার দেয়।কিন্তুু স্বামী বা স্ত্রীর কেউই জানে না ইসলামে মেয়েরা এই অধিকার পায়,যে সেটা।মনে করেন স্ত্রীও জানত না।কোনদিন ধরেন শুনেও নি।শুধু জানত আদালতের মাধ্যমে দেওয়া যায়।যদি স্ত্রী স্বামীকে বলে তুর সাথে সম্পর্ক নাই,যদি বলে তুই মুক্ত বা যদি বলে তুই আমার জন্য হারাম ইত্যাদি। স্ত্রী যদি রাগ করে বলে বা স্বামীর দিকে ইন্গিত করে বলে তাহলে কি সমস্যা হবে? স্ত্রী যদি নিজের দিকে ইন্গিত না করে বলে তাহলে কি কোন সমস্যা হবে?কারন ধরেন স্ত্রী শুনেও নি মেয়েরা নিজেদের তালাক দিতে পারে যে সেটা।ইন্গিত করলেও হয়ত স্বামীর দিকে ইন্গিত করে বললে কি সমস্যা হবে?ওরা একসাথে থাকলে কি কোন সমস্যা হবে, মানে মনে মনে স্বামীর দিকে ইন্গিত করলে ?
আমি এই প্রশ্নগুলো মনে হয় আগেও করেছিলাম।দয়া করে একটু বলবেন।
২।এটাও জানার জন্য।আমার প্রশ্ন নই।ধরেন কোন স্ত্রীকে তার স্বামী তালাকের পাওয়ার দিছে।কিন্তু ধরেন স্ত্রীর মা বা বাবার অমত সেই বিয়েতে।স্ত্রী যদি মা বা বাবাকে বলে আপনি যেটা চান সেটা হবে, সেটা হবে মানে সেটা করবে এমন বুঝিয়েছে মনে করেন।তহ মা যদি বলে বা চায় সেই বিয়েটা ভেন্গে দিতে বা চলে আসতে বা স্বামীকে ছেড়ে দিতে।স্ত্রী যদি না ছাড়ে বা নিজেকে তালাক না দেয় তাহলে কি মায়ের কথা দ্বারা কোন সমস্যা হবে?