বিসমিহি তা'আলা
সমাধানঃ-
শয়তান জিন ছিলো।ফিরিস্তাদের আশপাশে তার অবস্থান ছিলো।যে কারণে কুরআনে কারীমে তাকে মাঝেমধ্যে ফিরিস্তাদের দলভুক্ত সাব্যস্ত করে সম্বোধন করা হয়েছে।কিন্তু বাস্তবে সে জিনই ছিলো।
আল্লাহ পাক তাকে ব্যতিক্রমী কিছু অধিকার দিয়েছেন।যেমন কিয়ামত পর্যন্ত সে জীবিত থাকবে,মানুষের রগে-রেশায় সে প্রবেশ করতে পারবে।সুয়ূতী রাহ লিখেন,ঠিকতদ্রুফ সে পাঁচটি ডিম পেড়ে রেখেছে,যা থেকে সে তার প্রয়োজন অনুযায়ী শয়তান তৈরী করে মানুষের পিছনে লেলিয়ে দিতে পারে।সে অনুমতি আল্লাহ তাকে দিয়েছেন।(আজাইবুল-মাখলুকাত)
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.