আসসালামুআলাইকুম,সম্মানীত মুফতি সাহেব।
আমার একটা বিষয় জানার ছিল। লন্ডনের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কাজ হচ্ছে লন্ডনের ব্যবসায়িক অথবা ব্যক্তিগত ভাবে মানুষেদেরকে কার্ড মেশিন যা দিয়ে ক্রেডিট কার্ড, ডেভিড কার্ড ইত্যাদির বিল দেয় অইসব এর কার্ড মেশিন সরবরাহ করে। এছাড়াও তারা বিদ্যুৎ এর লাইন,গ্যাস,ওয়াইফাই এগুলাও সার্ভিস দেয়।
এখন আমার প্রশ্ন হচ্ছে,তাদের একটা ব্রাঞ্চ সিলেটেও আছে।আর ওই সিলেটের অফিসে যারা চাকরি করে তাদের কাজ হচ্ছে লন্ডনের টাইমে রাতে অফিস করা।এক কথা তারা ক্লাইন্টদের কে কাস্টমারদেরকে ফোনে কথা বলে রাজি করায় তাদের সার্ভিস নেওয়ার জন্য।কিন্তু তারা প্রতিনিয়ত প্রত্যেকদিন যদি ১০০ টা কল করে অইসময় তাদেরকে বলতে হয় তারা লন্ডন থেকে কথা বলছে।এক কথায় লন্ডনের ওই অফিসে অবস্থান করতেছে আর আমি অমুক লন্ডনের কার্ড মেশিন কোম্পানি থেকে লন্ডন এর অমুক যায়গা থেকে কথা বলছি।
প্রত্যেকদিন চাকরিই হচ্ছে এরকম মিথ্যা হলে কাস্টমারকে কনভিন্স করা এবং মিটিং ফিক্স করে লন্ডনের অফিসের মানুষের কাছে দেয়া।
তারা যদি বলে সিলেট থেকে বলছে তাইলে কোন ভাবেই ক্লাইন্ট রা তাদের সাথে কথা বলবে না। আমার জানার বিষয় হচ্ছে,যদিও তারা লন্ডন থেকে অইসব সুবিধা গ্রাহক দের দিয়ে থাকে।
কিন্তু,কারো জন্য কি সিলেট এর অই অফিস থেকে মিথ্যা বলে ক্লাইন্ট এর সাথে কথা বলে এই চাকরি কি জায়েজ হবে?উল্লেখ্য এসব ১ টা ক্লায়েন্ট সিলেট থেকে কথা বলে রাজি করাতে পারলে এর উপরো ভাল কমিশন আছে।