বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবূ মূসা আল আশ্’আরী (রাঃ) হতে বর্ণিত।
وَعَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالسَّوْءِ كَحَامِلِ الْمِسْكِ وَنَافِخِ الْكِيرِ فَحَامِلُ الْمِسْكِ إِمَّا أَنْ يُحْذِيَكَ وَإِمَّا أَنْ تبتاعَ مِنْهُ وإِمَّا أَن تجدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً وَنَافِخُ الْكِيرِ إِمَّا أَنْ يَحْرِقَ ثيابَكَ وإِمَّا أنْ تجدَ مِنْهُ ريحًا خبيثةً»
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সৎলোকের সাহচর্য ও অসৎলোকের সাহচর্য যথাক্রমে কস্তুরী বিক্রেতা (আতরওয়ালা) ও কর্মকারের হাপরে ফুঁক দেয়ার মতো। কস্তুরী বিক্রেতা হয়তো তোমাকে এমনিতেই কিছু দান করবে অথবা তুমি তার নিকট থেকে কিছু কস্তুরী ক্রয় করবে। আর অন্ততপক্ষ কিছু না হলেও তার সুঘ্রাণ তোমার অন্তর ও মস্তিষ্ককে সঞ্জীবিত করবে। পক্ষান্তরে হাপরে ফুঁকদানকারী তোমার কাপড় জ্বালিয়ে দেবে। আর কিছু না হলেও তার দুর্গন্ধ তুমি পাবে।(সহীহ : বুখারী ২১০১, ৫৬৩৪; মুসলিম ১৪৬-(২৬২৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বেপর্দা কোনো নারীর সাথে স্কুলে যেতে পারবেন, তবে উত্তম হল, পর্দা সম্মত কোনো নারীর সাথে গমন করা।কেননা এতেকরে আপনার মনের মধ্যে বেপর্দার প্রতি মহব্বত তৈরী হয়ে যেতে পারে।আল্লাহ আপনাকে হেফাজত করুক।আমীন।