জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহিলাদের ইস্তেঞ্জা সংক্রান্ত বিষয় নিয়ে হাদীস শরীফে এসেছেঃ
ইবনে আবী শায়বা রাহ. বর্ণনা করেন,
حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أنا مَنْصُورٌ، عَنِ ابْنِ سِيرِينَ أَنَّ عَائِشَةَ، كَانَتْ تَقُولُ لِلنِّسَاءِ: مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَنْجُوا بِالْمَاءِ إِذَا خَرَجُوا مِنَ الْغَائِطِ.
তরজমাঃ ইবনে সীরীন রাহ. বলেন, আয়েশা রা. মহিলাদের বলতেন, তোমরা আপন স্বামীদের বল, তারা যেন শৌচাগার থেকে বের হলে পানি দ্বারা ইস্তিঞ্জা করে।
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৬৩০।)
ইবনে আবী শায়বা রাহ. আরো বর্ণনা করেন,
حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَغْسِلُوا أَثَرَ الْغَائِطِ وَالْبَوْلِ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُهُ وَأَنَا أَسْتَحْيِيهِمْ.
তরজমাঃ
মুআযা রাহ. বলেন, আয়েশা রা. (মহিলাদের) বলেছেন, তোমরা নিজেদের স্বামীদের নির্দেশ দাও, তারা যেন পেশাব-পায়খানার চিহ্ন ধুয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করতেন। তাদেরকে (তোমাদের স্বামীদের) বলতে আমার লজ্জা লাগে।
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৬২৯
আরো দেখুন : জামে তিরমিযী, হাদীস ১৯; সুনানে নাসায়ী, হাদীস ৪৬; সুনানে বায়হাকী ১/১০৬।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি প্রথমে ভালো করে হাত ধৌত করে এরপর প্রসাবের পথ, মাসিকের পথ ও পায়ুপথ হাতের আঙুলের মাধ্যমে পানি দিয়ে ডলে পরিষ্কার করবেন।
এতেই আপনি পাক হয়ে যাবেন।
এক্ষেত্রে উক্ত স্থান ও হাত সবই পাক হয়ে যাবে,কোনোটিই আবার আলাদা করে পাক করতে হবেনা।
প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে বারবার এমন কষ্টের কোনো প্রয়োজনীয়তা নেই।
এটি বাড়াবাড়ি।
,
আপনি ইস্তেঞ্জার পর শুরুতে হাত না ধুয়েও যদি হাত দিয়ে প্রসাবের পথ, মাসিকের পথ ও পায়ুপথ হাতের আঙুলের মাধ্যমে পানি দিয়ে ডলে পরিষ্কার করেন,তবুও এসব স্থান ও হাত পাক হয়ে যাবে।
কোনো সমস্যা নেই।
আরো জানুনঃ-