ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কাপড়ে বীর্য লাগার পর যদি কাপড়কে ধৌত করে নেয়া হয়,এবং সুন্নতি ত্বরিকা অনুযায়ী তিনবার ধৌত করা হয়, শুকানোর পর যদি কাপড়ে শক্ততা অনুভূত হয়, তাহলে এদ্বারা কাপড় নাপাক হবে না।
وَبَقَاءُ أَثَرِ الْمَنِيِّ بَعْدَ الْفَرْكِ لَا يَضُرُّ كَبَقَائِهِ بَعْدَ الْغَسْلِ
(বাহরুর রায়েক-১/২৩৬)
وَبَقَاءُ أَثَرِ الْمَنِيِّ بَعْدَ الْفَرْكِ لَا يَضُرُّ كَبَقَائِهِ بَعْدَ الْغَسْلِ وَلَوْ أَصَابَ الْمَنِيُّ شَيْئًا لَهُ بِطَانَةٌ فَنَفَذَ إلَيْهَا يَطْهُرُ بِالْفَرْكِ هُوَ الصَّحِيحُ ثُمَّ إذَا فُرِكَ يُحْكَمُ بِطَهَارَتِهِ عِنْدَهُمَا.
(মাজমাউল আনহুর-১/৫৯)