আমি ১৩ সপ্তাহ গর্ভবতী।কয়েকবার স্ক্যানসহ নানান পরীক্ষার মাধ্যমে ডাক্তার জানিয়েছে বাচ্চার ঘাড়ে সিস্টিক হাইগ্রোমা(যা রক্তনালী ব্লক হওয়াতে সেখানে থলির মতো হয়ে পানি জমে আছে পুরো ঘাড় জুড়ে),বাচ্চার হাত নরমাল না,বাচ্চার জেনেটিকস সমস্যা হতে পারে,মানসিক প্রতিবন্ধী হতে পারে,অন্যান্য অংগতেও ত্রুটি থাকতে পারে,হার্টের সমস্যাও হতে পারে।২টি সমস্যা নিশ্চিত সাথে অন্যগুলোও হতে পারে,যেগুলো ২ সপ্তাহ পর আরো নিশ্চিত হয়ে বলতে পারবে,এছাড়াও প্লাসেন্টাতে প্রোটিন কম থাকাতে বাচ্চার অক্সিজন ও রক্ত সাপ্লাইয়ে সমস্যা হচ্ছে,বাচ্চা গর্ভাবস্থায় মারা যাওয়ারও রিস্ক আছে।এ অবস্থাতে কি গর্ভপাত করা জায়েজ হবে?সবাই বলছে এমন অসুস্হ বাচ্চার হক আমি ঠিকমতো আদায় করতে পারবো না আর আমাদের মৃত্যুর পর তাকে দেখে রাখারও কেউ থাকবে না।আল্ট্রাসাউন্ডের রিপোর্ট অনুযায়ী ১৩ সপ্তাহ কিন্তু পিরিওড ডেট অনুযায়ী ১৪ সপ্তাহ চলছে,বাচ্চার হার্টবিট আসছে।