ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
একবার বলেন বা অনেকবার বলেন, স্ত্রী তিন তালাকের মালিক হবে।
(২)
স্ত্রী বলল,আমি অন্য কোথাও বিয়ে করে নেবো, এবং স্বামীকে বলল,তুমিও অন্য কোথাও বিয়ে করে নাও, আর মনের মধ্যে থাকলো, আমি নিজের উপর তালাক গ্রহণ করলাম।তাহলে তালাক হয়ে যাবে।
(৩)
জ্বী, এগুলো কেনায়া বাক্য। তালাকের নিয়তে বললে তালাক হবে।
(৪)
বায়েন হবে।
(৫)
স্ত্রী মালিক থাকবে।তিন তালাক পতিত হওয়ার পর স্ত্রীর অন্য কোথাও বিয়ে হওয়ার পর ঐ দ্বিতীয় স্বামীর সাথে স্ত্রীর তালাক হওয়ার পর স্ত্রী যদি প্রথম স্বামীর সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তখন স্ত্রী তালাকের মালিক থাকবে না।