বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কেউ যদি তার বউকে বলে, কখনো আমাকে ভালো না লাগলে ছেড়ে চলে যেয়ো, তাহলে স্ত্রী তালাকের মালিক হয়ে যাবে। সুতরাং স্ত্রী যে কোনো সময় নিজেকে তালাক দিয়ে স্বামীকে ছেড়ে চলে যেতে পারবে।
(২)
"সে ম্যাসেজ দিলো যে " আজকেই তোমাকে আমার শেষ ম্যাসেজ দেওয়া, আর জীবনেও ম্যাসেজ দিবো না" তার এই কথার উদ্দেশ্য কি জানতে গেলে বললো ভয় দেখানোর জন্য বলেছে। আর পরে জিগ্যেস করলাম ছাড়ার নিয়ত ছিলো কি না,মজাই হয়তো বলেছিলো "হ্যা ছিলো" পরে যখন বললাম মজা না করে সিরিয়াসলি বলো, এবং।জানালয় এইরকম উদ্দেশ্যে নিয়ে কথা বললে সমস্যা হতে পারে, তখন বলেছে যে না সেইরকম উদ্দেশ্য ছিলো না।"
উপরোক্ত কথা দ্বারা স্ত্রীর পক্ষ্য থেকে তালাক হবে না।
(৩)
মেয়েরা নিজের উপর কেনায়া তালাক দিতে পারবে।যদি সে তালাকের অধিকার প্রাপ্ত হয়ে থাকে।