আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমরা স্বামী-স্ত্রী টিউশন করে চলি, বাসা থেকে প্রতি মাসেই প্রায় ৩/৪ হাজার টাকা করে দেয়। এটা না পাঠালে বাসা ভাড়া+ সংসার চালানো সম্ভব হয় না। আমার কাছে ২ ভরি স্বর্ণ আছে, কোনো রূপা নেই, কোনো জমানো টাকাও নেই। ২৬ হাজার টাকা মতো ঋণ আছে, টাকা নাই বলে ঋণ থেকে মুক্ত হতে পারছি না। তবে ঋণগুলো এমনভাবে নেয়া যে আমার সুবিধামতো সময়ে পরিশোধ করলেই হবে ইনশা আল্লহ। এক বছর পর কি আমার জন্য যাকাত ফরজ হবে? যাকাত কি স্বামী/স্ত্রী যেকোনো একজনের জন্য ফরজ হবে সেক্ষেত্রে? (যেহেতু আমার স্বামী একা পর্যাপ্ত আয় করে না।)
এবার কি আমাদের জন্য কুরবানি ওয়াজিব ছিল? এক্ষেত্রে স্বামী /স্ত্রী কার উপর কুরবানি ওয়াজিব হয়?