আসসালামু আসসালামু উস্তাজ
আমার আগের হায়েজের 40 দিন পর এবার হায়েজ হয়েছ।
প্রথম দুই তিন দিন একেবারেই ব্লাড ছিল না তবে একেবারে হালকা হালকা ছিল । তারপর আগের মতোই স্বাভাবিক, বেশি ব্লিডিং হয়েছে, এরপর কয়েকদিন পর থেকে হালকা হালকা, বলতে গেলে একদমই নেই তবে টিস্যু দিয়ে চেক করলে হলুদ কিংবা লাল বর্ণের দেখা যায়। আমার হায়েজ সবসময় ৭ দিন এই শেষ হয়। তবে এবার নয় দিন হয়ে গেছে, কালকেও আমি ফরজ গোসল করেছি কিন্তু এরপর আবার হালকা হালকা হলুদ /লাল বর্ণের দেখেছি। আজকেও গোসলের আগে একদমই ব্ল্যাড ছিল না, তাই আমি ফরজ গোসল করে জোহরের নামাজ পড়েছি। কিন্তু আসর করার সময় দেখি চেক করে আবার ওরকম হলুদ বর্ণের বের হচ্ছে। একবার বের হলে আবার অনেকক্ষণ বের হয়না। এখন আমি কি কালকে পর্যন্ত ওয়েট করব কারণ কালকে আমার 10 দিন পূর্ণ হবে। কারণ সর্বোচ্চ সময়সীমা।
আর যদি দশ দিনের পরেও এরকম হলুদ বর্নের দেখি তাহলে কি, সুফরা কুদরা ধরে নিব?।
আমি খুব চিন্তিত, দয়া করে জানাবেন।