আসসালামু আলাইকুম উস্তাদ
আমার গর্ভাবস্থার ৮ মাস প্রায় শেষের দিকে। বয়স ২১। প্রথম সন্তান। বিগত কয়েক মাস ধরে আমার High Blood pressure. আগে ছিলো না, প্রেগন্যান্সিতে ধরা পড়লো। এটা আমার বংশীয়। বাবা, চাচা, দাদা সবার উচ্চ রক্তচাপ। আমার asthma অর্থাৎ হাঁপানির সমস্যা আছে খুব ছোট বেলা থেকেই। এটাও বংশীয়। আমার ওজন অনেক বেশি বেড়েছে, ১১০ kg.
ডক্টর এই সকল উপসর্গ দেখে pre eclampsia অর্থাৎ খিঁচুনির আশংকা করছেন। আমার ছোট খালামনির ডেলিভারির সময় অতিরিক্ত ওজন আর উচ্চ রক্তচাপ ছিল, উনার অনেক খিঁচুনি হয়েছিল।
যদি এই সকল কারণ বশত সিজারিয়ান ডেলিভারি করাতে হয় তাহলে কি আমার গুনাহ হবে? এটা কি হারাম হবে? নাকি জায়েজ আছে।
মন খুব অশান্ত হয়ে আছে, দুশ্চিন্তা হয় খুব আর bp high থাকে নানা কারণে। পরামর্শ দিয়ে সাহায্য করবেন দয়া করে। জাযাকাল্লাহ খাইরান