আসসালামু আলাইকুম উস্তাদ
এক বোন এর প্রশ্ন।
সে দ্বীন প্র্যাকটিস করে,,তার পরিবারে কেউ তাকে ভালো চোখে দেখে না।তার দাদি বলে বিয়ের আগে কিসের পর্দা।
আবার পুরো গ্রাম বলে বেড়ায় আমার নাতনি নফল রোজা রাখে,অনেক আমল করে,,পর্দা করেন,,, পাচ ওয়াক্ত নামাজ পড়ে।
এখন অনেক মানুষ অনেক আফসোস করে,,,মাশআল্লাহ ও বলে না। এতে কি তার আমলে নজর লাগতে পারে?
সে আগের মত এখন আমল করতেও পারে না.
তার কি নজর লেগেছে?