স্ত্রীর তালাক সম্পর্কে ধারণা কম , ভবিষ্যৎ এ কখনো কোনো এমন সমস্যা না আসে সেই কারণে স্ত্রী কে তালাক সম্পর্কে বুঝাচ্ছিলাম। এবং আমাদের ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা করছিলাম যাতে আমরা ভুল সংশোধন করে ঠিক ভাবে চলতে পারি । এমন কথপো কথনের ক্ষেত্রে যদি তালাক, বা ১ তালাক, ২ তালাক, ইত্যাদি শব্দ ব্যাবহার করা হয়েছে শুধুমাত্র তাকে বোঝানোর ক্ষেত্রে। এক্ষেত্রে কি তালাক পতিত হয়ে যায় ?
শুধু মাত্র নিজে দের মধ্যে আলোচনা এবং বোঝানোর ক্ষেত্রে শব্দ ব্যাবহার হয়েছে ।