আসসালামু আলাইকুম । হুজুর আমাদের এলাকায় একটি বিদআত আমল এর প্রচলন আছে । প্রতি বছর এটি পালন করা হয় । এখন আমি জানতে চাই তাদের যে আমল তারা করছে এই আমল করতে তাদের সাহায্য করা টাও কি গুনাহ হবে। উদাহরণ হিসাবে ধরুন তাদের বিদয়াত অনুষ্ঠানের আয়োজন করার জন্য তারা যে প্রয়োজনীয় জিনিস গুলো কিনবে ওই জিনিস গুলো যে দোকানদার বিক্রি করবে সেই দোকানদার কি বিদয়াত এর সাহায্যকারী হিসাবে গন্য হবে। যদিও সে টাকার জন্য বিক্রি করবে । আমি এক জায়গায় পড়ে ছিলাম বিদআতী দের সাহায্য করাটাও গুনাহ হবে ।