আসসালামু আলাইকুম উস্তাদ,
আমার পরিবারের মানুষজন ইসলাম পালন করে না, তারা পাক নাপাকীর ধার ধারে না!
যে যেভাবে পারে ঘর নাপাক করে রাখে, কেউ প্রস্রাব করে পানি দিয়ে পানি না ধুয়েই চলে আসে, বাথরুমে দাড়িয়ে প্রস্রাব করে, ঘরের ভিতর বাথরুম,
আবার বাবা, বাহির থেকে নাপাক জুতা নিয়েই ঘরের ফ্লুরে পায়চারি করে।
মনে হয় তাদের কাছে সবকিছুই পাক!
এসব নিয়ে কথাও বলি না আমি, তাহলে বাসায় ঝগড়া হয়!
এসবের কারণে আমার প্রবিত্রতা নিয়ে সন্দেহ হয়, আমার জন্য করণীয় কী উস্তাদ?