১।
আমি মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়া চিন্তা করি,
আজ হঠাৎ মনে মনে ভাবছিলাম নারীর সতর আর আওরাত নিয়ে..
তখন ভাবনা চলাকালীন হঠাৎ মনে উঠলো যে সতর ঢাকাই আসল, এটা খোলা রাখা বড় গুনাহ, পর্দা না করলেও ওতো ক্ষতি নাই ,তবে সতর ঢাকতে হবে, কারণ নবী বলেছেন যে সতর দেখালো দেখলো দুজনে গুনাহগার।
এই ভাবনা চলাকালীন সাথেই সাথেই মনে হলো আরেহ পর্দা করা তো ফরজ কোরআনে আছে। তখন মনে পরার সাথে সাথেই তওবা করি,কালিমা পরি ।
আবার এটাও ভাবলাম খেয়াল হওয়ার পর যে সতর ঢাকার নাম ই তো পর্দা...
আমার এই সব ভবানা চলাকালীন এতো খেয়াল ছিলো না,তাই কি ভেবেছি বা তখন পর্দা কোরআনে আছে খেয়ালে আসার আগে পর্দা অস্বীকারই করে ফেলেছিলাম কিনা মনে পরছে না,তবে এটা করার কথা না তাও সন্দেহ হচ্ছে মনে পরার সাথে সাথে তওবা করে কালিমা পরেছি।
আমার এই সব বিচ্ছিন্ন ভাবনার কারনে কি আমি কাফের হয়ে গেছি?আমার বিবাহ কি শেষ হয়ে গেছে?
আমি তখন কিসব ভাবতেছিলাম ঘুচিয়ে মনে ও করতে পারতেছি না। তবে পর্দা কোরআনে আছে মনে রার সাথে সাথেই, খেয়াল এসেছে সব থামিয়ে তওবা করেছি।
(উল্লেখ্য পর্দা নিয়ে আমি খুবই পজেটিভ,এবং মান্য করেই চলি , এই বিষয়ে পরিবারের মেয়েদের ও খুবই গাইড করি,এইটা মনে মনেও অস্বীকার করেছও তা হওয়ার সম্ভাবনা কম,ঘটনা মনে না থাকায় সন্দেহ হচ্ছে শুধু)