ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
মাদখালি কোনো দল বা উপদলের নাম সেটা আমাদের জানা নেই।তিন চার বছর পূর্বে এক ভাই জিজ্ঞাসা করেছিলেন,মাদখালি কি?ঐ ভাইকে জবাব দিতে গিয়ে উইকিপেডিয়াতে মাদখালি নামক একজন সালাফী আলেমের জীবনী দেখেছিলাম।পরবর্তীতে উনার অাংশিক জীবনী পড়ে দেখেছিলাম। উনি একজন সৌদিয়ান সালাফি আলেম।তার আংশিক পরিচিতি উইকিপেডিয়াতে এভাবে রয়েছে-
রাবী‘ বিন হাদী ‘উমাইর আল-মাদখালী (জন্ম ১৯৩১ খ্রি.)
শাইখ মাদখালি সৌদি সরকারের ধর্মীয় সংস্থার সঙ্গে জড়িত নন। তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সালাফি পণ্ডিতদের মধ্যে অন্যতম আব্দুল আজিজ ইবন বায এবং মুহাম্মদ নাসিরুদ্দীন আল আলবানী-এর নিচের স্তরের এবং মুহাম্মদ ইবনুল উসায়মিন ও সালেহ আল-ফাওজান-এর সমসাময়ীক হিসেবে বর্ণনা করা হয়ে থাকে।নি সালাফী ঘরণার একজন যোগ্য ও বিজ্ঞ আলেম।জানুন-
2567
তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত।