আসসালামু আলাইকুম উস্তাদ।
আমার ছোট বোন ক্লাস ফোরে পড়ে।আমাদের এলাকায় অইরকম ভালো স্যার বা ম্যাম নেই।তাই আমার বোনকে হিন্দু স্যার এর কাছে পড়তে দিতে হয়েছে।হিন্দু ছেলেটা আমার ক্লাসমেট। বলা যায় এই জাহিলিয়াত যুগে আমরা যা বলি বন্ধু।
এখন আমি ওর সাথে কথাও বলি না আলহামদুলিল্লাহ।
আমার ছোট বোন পাচ ওয়াক্ত নামাজ পড়ে,কোরআন পড়ে, রোজা রাখে আলহামদুলিল্লাহ।
কিন্তু ওর স্যার ওরে বলে কোরআন এর অর্থ না জানলে পরবেনা।পৃথিবীতে শ্রেষ্ঠ 4 টি ধর্ম।মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান।
তার মধ্যে আমরা জান্নাতে যাবো,,,আমাদের কোনো গুনাহ নেই।
তোমাদের নামাজ পড়তে হয়,,রোজা রাখতে হয় এইসব না করলে তোমাদের জাহান্নামে যেতে হবে।
মুসলিম রা বেশিরভাগ জাহান্নামে যাবে।
আমাকে ও এসে এইসব বলছে আমিও অনেক কিছু শুনছি।
আমি আমার ছোট বোনকে সুন্দর করে বুজিয়েছি।
আজ বলছিলাম কোরআন পড়তে যাও,,, ও আমাকে বলছে ভাইয়া বলেছে অর্থ না জানলে কুরআন পড়তে না।
পরে আমি বললাম ও তো মুসলিম না,,আর আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। আর জান্নাত তাদের জন্যই।
ও বুজেছে,,,কিন্তু অনেক কিছুই ওর মাথায় যাবে না।
এখন কি আমি ওর স্যার চেঞ্জ করে দিবো?