আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।
শায়খ খুব বিপদে পরে প্রশ্ন করতে আসছি।আমি চায় না আমার স্বামীকে হারাতে।খুব ভালবাসি ওনাকে।আমার স্বামীর সাথে একটু মনমালিন্যে হয়েছে।নিজের মৃত্যু কামনা করেছি আর বলেছি আমার এই দুনিয়াটা তিতা হয়ে গেছে,বেচে থাকার আর ইচ্ছা নাই।আমি এখনো বাবার বাড়ি থাকি।বাবা এখনো মেনে নেয় নি।বাবা হ্বজে গেছে আসে নি।স্বামী একদম মন বুঝে না আমার।মেসেজে কথা হয়।তহ এর পর স্বামী বলতেছে এই দুনিয়া তিতা হয়ে গেছে? আমি বলতেছি প্লিজ কিছু বলিয়েন না আমি আপনাকে ভালবাসি বেশি।বলতেছে তুমার বাবা কখন আসবে? আমি বলতেছি জানি না, প্লিজ কিছু বলিয়েন না।বলতেছে তুমার বাবা সপ্তাহ ভেতর আসবে না? তখন আমি সহ বসে মেয়ের (মানে আমার জন্য)জন্য শশুর বাড়ি দেখব।এর আরেকটু পর ফেসবুকের একটা পোস্টের স্ক্রিনশট দিছে সেখানে লিখা আছে মেয়েদের বেশিরভাগের ডিভোর্সের কারন অতিরিক্ত জেদ,স্বামীর সাথে তর্ক করা,বাবার বাড়ির কু পরামর্শ ইত্যাদি।অন্য মানুষের পোস্ট আর কি।এরপর বলতেছে এখানে কোনটা নাই যে তুমার ভেতর?তহ আমি বলতেছি আপনি কি আমাকে ডিভোর্স দিতে চান? বলতেছে দি নাই এখনো।আমি কয়েকবার বলেছি মানে জিগ্যেস করেছি তারপর ওনি উত্তর দিয়েছেন।আমি বলেচি আমাকে কি ছেড়ে দেওয়ার নিয়তে কিছু বলেছন? ওনি কিছু বলে নি মানে উত্তর দেয় নি।বলেছে কাপড় গোছাও তুমাকে নিয়ে আসব।আমি বলতেছি আপনি তহ আমাকে চান না।কেন যাব? বলতেছে চাই যে সেই জন্য নিয়ে আসব।আমার স্বামী আমাকে আজকেই নিতে আসতে চেয়েছিল পরে আবার আসে নি কারন আমার বাবা ক্স্ট পাবে তাই।তারপর আরো ৩-৪ ঘন্টা পর সব ভাল হয়ে যায়,তখন আমি বলি আপনি তহ আমাকে চান না,আমি বুঝা আপনার তাই তহ বাবার সাথে আমার জন্য শশ্বুড় ঘর মানে আরেকটা জামাই দেখবেন বলেছেন মানে বাবা আসলে,স্বামী বলে বৈরাখিল(মানে আমার স্বামীর বাড়ি) দেখাতাম যে,আরো বলে সত্যি আমার মনে ওটাই ছিল যে।মানে ঠিকি বললে নাকি আমার স্বামীর কথায় বলত। আমাদের সব কথা মেসেজে হয়েছে।এসব কোন কথার কারনে কি তালাক হবে?আমি কি যেতে পারব?
২।স্বামীকে কি এই বিষয়ে আর প্রশ্ন করা ঠিক হবে?স্বামীর সাথে আমার সম্পর্ক বৈধ আছে তহ?