আসসালামু আলাইকুম।
১/ অযুর সময় ধরুন, মুখে পানি দেয়ার পর মুখ এ হাত ঘষি যাতে পানি সবখানে পৌছায়। এভাবে মুখের পর্ব শেষ হলে হাতে কিছু পানি লেগে থাকে। এখন, মুখ ধোয়ার পর,, ডান হাত ধোয়ার পর যখন অন্য হাত দিয়ে ঘষি তখন অন্য হাতে সেই লেগে থাকা পানি ও থাকে। মানে যে পানি দারা আগে কিছু করা হয়েছে সেটা সাথে থেকে অন্য অঙ্গ ঘষা হয়ে যায়। এতে কি অযু হবে?
২/ ধরুন মুখে পানি দেয়ার পর মুখ হাত দিয়ে ঘষব। এখন, হাতে যদি অন্য পানি এসে পড়ল বা আগে থেকেই ছিল(যেমনঃবৃষ্টির পানি)। তাহলে মুখে ঘষার সময় সেই বাইরের পানিও সাথে থাকছে। এক্ষেত্রে কি অযু হবে?[ট্যাপ বা কল বা মগ যা দিয়ে অযু করি না কেন এর হাতলে অন্য পানি লেগে থাকে]
৩/ কুলি করার জন্য মুখে পানি দিয়ে পরবর্তীবার হাতে আবার পানি নিলাম। কিন্তু কুলি করে ফেলার সময় কিছু পানি ওই ২য় বার কুলি করার জন্য হাতে নেয়া পানির মধ্যে গিয়ে পড়ল। এবং, আমি সেই হাতের পানি দিয়েই কুলি করলাম, ভুলবশত বা ইচ্ছাকৃত। এক্ষেত্রে, কি অযু হবে?
৪/ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের কে পিতামাতার সদব্যবহার এর আদেশ দিছেন। কিন্তু অনেক সময় সাধারন ভাবে, সামান্য জোরে কথা বলা,একেবারে খুব সামান্য বিরক্ত প্রকাশ এবং একেবারে খুব সামান্য বা তার চেয়ে কিছুটা বেশি বিরক্তি বা রাগ এর সুরে কিছু বলা হয়ে যায় ভুলবশত।কিন্তু, কপথাগুলায় সাধারনত অসম্মান বা মর্যাদা খাটো প্রকাশ পায় না এবং কষ্ট ও সাধারনত পাওয়ার কথা না। এবং যে কথাটুকু এমন বলেছি তা খুবই সামান্য যেমিনঃ "এইটা হয়নি", "তো" এমম।
•এহেন কাজ হলে কি আব্বু-আম্মুর কাছে ক্ষমা চাইতে হবে ও গুনাহ হবে? যদি ওমন ১-২ টা শব্দ না বরং কখনো বেশি(১টা বাক্য বা আরো বেশি) বলি ভুলবশত তাহলে?
•আব্বুর কাছে আগে অনেক খারাপ ব্যাবহারের জন্য ক্ষমা চেয়েছি। কিন্তু, ক্ষমা চাওয়ার সময় আব্বু বলে যে ❝ক্ষমা কি চাওয়া লাগে ! আমি তো ওই সময় ই ক্ষমা করে দি বা দিয়েছি❞।এখন, আব্বু এই কথা প্রতিবার ই বলেছে ক্ষমা চাওয়ার সময়। কিন্তু, উপরের উল্লেখিত ভাবে অনেক সময় টুক-টাক খুব সামান বা তার চেয়ে খুব সামান্য বেশি, এমন ভুল হয়। যা সাধারনত কষ্ট পাওয়া বা অসম্মানজনক ব্যবহার না। এই অবস্থায় কি আব্বুর কাছে ক্ষমা চেতে হবে যদি ওইরকম ক্ষুদ্র বা তার চেয়ে সামান্য বেশি পরিমান ভুল হয়??
#সাধারনত বলেছি এইজন্য যে, আমার দেখা অনুযায়ী অমন ই।আশেপাশের মানুষ, অত্মীয় দের ক্ষেত্রে তেমন ই দেখেছি। আর সাধারনত এমন ভাবে মানুষ রাগ বা কষ্ট পায় না আমার দেখামতে। কিন্তু ব্যতিক্রম আছে কি না জানি না। এবং আসলে কারো মনের কথা তো জানা যায় না কিন্তু প্রকাশ্য ভাব ভঙ্গিতে কিছুটা আচ করা যায়।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।জাঝাকাল্লাহু খইরন।।।।।।।।।।।।।।।।।।।।।