ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার বক্তব্য,
"ক. তোমার যদি আমাকে ভালো না লাগে তাইলে আমারে তুমি ছাইড়া দিবা আমি জানি।
খ. তুমিতো দেখতেছই আমারে দিয়ে কিছু হবে না,পরে তুমি আমার সাথে থাকবা না।
গ. আমারতো রাগ বেশি দেখতেছই আমি কেমন,একদিন তুমি আমাকে ছাইড়া দিয়া চলে যাবা।
ঘ. তুমি হয়ত আমারে ছাইড়া দিবা।
ঙ. আমার মনে হয় তুমি আমারে ছাইড়া দিবা।"
এই কথাগুলো দ্বারা স্ত্রী তালাকের অধিকার পাবে না।কেননা এই কথাগুলোর মধ্যে বিরক্তিমূলক ভাব পরিলক্ষিত হচ্ছে, তাই এইসব কথা দ্বারা স্ত্রী তালাকের অধিকার পাবে না।আপনি পেরেশান হবেন না।নিশ্চিত থাকুন।
তালাকের অধিকার দেওয়ার জন্য শান্তিপূর্ণ ভাব থাকা জরুরী, যাতেকরে বুঝা যায় যে, স্বামী বাস্তবেই স্ত্রীকে তালাকের অধিকার দিচ্ছে। সুতরাং আমি আবারও বলছি, আপনি নিশ্চিত থাকুন,এসব কথা দ্বারা স্ত্রী তালাকের অধিকার পাবে না।