আসসালামু আলাইকুম হুজুর,
১.ওয়াক্তের ১,২ মিনিট বাকি থাকা অবস্থায় সে বিতর নামাজ শুরু করলো, নামাজ শেষ করার পর সে দেখলো ওয়্যাক্ত শেষ হয়ে ২,৩ মিনিট পার হয়ে, মানে নামাজ আদায়কালীন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে,
তার নামাজ কি আদায় হয়েছে?
২.আর যদি আদায় হয়ে থাকে, তাহলে কি এটা কাযা হিসেবে গণ্য হবে না আদা?
,।
।