আসসালামু আলাইকুম।
দীর্ঘ ৮ বছর স্কুল লাইফ পার করেছি ১০০+ জন শুধু ছেলে সহপাঠী/বন্ধু দের সাথে( বয়েস স্কুল )। কখন,,, কিভাবে,,, কাকে কষ্ট দিয়ে ফেলেছি মনেও নেই,,,অনেক গীবতও করেছি অনেকের নামে হয়তো,,,হক নষ্টও হয়তো করেছি কারো।।কিন্তু নির্দিষ্ট করে মনে নেই কোনো কিছুই যে কাকে এগুলা করে কষ্ট দিছিলাম।।
প্রশ্ন : আমি যদি সবাইকে একে একে মেসেঞ্জারে তাদেরকে মেসেজ দিয়ে ক্ষমা চেয়ে নেই,আর তারা যদি বলে তারা আমাকে ক্ষমা করেছে,বা ক্ষমা করলাম,,,তাহলে কি আমি আসলেই ক্ষমা পাবো??? নাকি তাদের কাছে সামনা সামনি যেয়ে ক্ষমা চেয়ে নিতে হবে???
জাযাকাল্লাহু খাইরান