আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
127 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
কেউ যদি ধর্ষণ করে।তাহলে আল্লাহ তায়ালা ৪ জন পুরুষ সাক্ষী অথবা ৮ জন নারী সাক্ষী হাজির করতে বলা হয়েছে।১)কিন্তু বর্তমানে সিসি টিভি ফুটেয দেখে শাস্তি দেওয়া যাবে কি না?যদি ও ধুরুন সি সি টিভি ফুটেজ এ নারী পুরুষ একই রুমে প্রবেশ করেছে শুধু এতটুকুই  দেখা যাচ্ছে

২)ডাক্তারি পরীক্ষার ফলাফলের মাধ্যমে বিচার করা যাবে কি না?

উপরোক্ত ক্ষেত্রে আল্লাহর দেওয়া শর্ত হাজির করা ব্যতীত শাস্তি দেওয়া যাবে কি?দেওয়া গেলে ইসলাম আগের ধর্ম এইযুগে চলে না এমন ইসলাম বিদ্বেষীদের কি জবাব দেওয়া যেতে পারে?

জাযাকুমুল্লাহ খাইর

1 Answer

0 votes
by (574,260 points)

বিসমিল্লাহির রহমানির রহিম।

জবাবঃ



শরীয়তে যেনার শাস্তি অনেক কঠোর। এর শর্ত গুলোও অনেক কঠিন,যাতে করে স্বাভাবিক কাহারো কথার উপর ভিত্তি করে সন্দেহমূলক ভাবে নির্দোষ ব্যক্তি সাজা না পান।


যেনা প্রমানীত হওয়ার জন্য চারজন সাক্ষী প্রয়োজন।

 

প্রিয় পাঠক 

আসলে যদি যেনার ক্ষেত্রে চার জন স্বাক্ষী নাও পাওয়া যায়,তাহলেও কেবল সেই পুরুষ অথবা মহিলা যেকোনো একজনের স্বীকার উক্তির উপর ভিত্তি করে যেনার শাস্তি দেওয়া হবে।

এক্ষেত্রে তাদের কেউ শরীয়াহ মোতাবেক স্বীকার করলে চার স্বাক্ষীর প্রয়োজনীয়তা থাকবেনা।

 

মহিলা অবিবাহিত হলে অবশ্যই স্বীকার করবেই। 

 

হ্যাঁ যদি মহিলা বিবাহিতা হয়সেক্ষেত্রে সেই মহিলা স্বীকার না করলে এক্ষেত্রে সেই মহিলার স্বামী লি'আন করে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করবে।

যদি এক্ষেত্রে উভয়েই লি'আন করে,তাহলে তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছেদ হয়ে যাবে।

 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,

 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

 

وَ الَّذِیۡنَ یَرۡمُوۡنَ اَزۡوَاجَهُمۡ وَ لَمۡ یَکُنۡ لَّهُمۡ شُهَدَآءُ اِلَّاۤ اَنۡفُسُهُمۡ فَشَهَادَۃُ اَحَدِهِمۡ اَرۡبَعُ شَهٰدٰتٍۭ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیۡنَ ﴿۶

 

আর যারা নিজদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করেঅথচ নিজেরা ছাড়া তাদের আর কোন সাক্ষী নেইতাহলে তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে আল্লাহর নামে চারবার সাক্ষ্য দেবে যেসে নিশ্চয়ই সত্যবাদীদের অন্তর্ভুক্ত। (সুরা নুর ০৬)

 

وَ الۡخَامِسَۃُ اَنَّ لَعۡنَتَ اللّٰهِ عَلَیۡهِ اِنۡ کَانَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۷

আর পঞ্চমবারে সাক্ষ্য দেবে যেসে যদি মিথ্যাবাদী হয়তবে নিশ্চয় তার উপর আল্লাহর লা‘নত। (সুরা নুর ০৭)

 

وَ یَدۡرَؤُا عَنۡهَا الۡعَذَابَ اَنۡ تَشۡهَدَ اَرۡبَعَ شَهٰدٰتٍۭ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الۡکٰذِبِیۡنَ ۙ﴿۸

আর তারা স্ত্রীলোকটি থেকে শাস্তি রহিত করবেযদি সে আল্লাহর নামে চারবার সাক্ষ্য দেয় যেনিশ্চয় তার স্বামী মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। (সুরা নুর ০৮)

 

وَ الۡخَامِسَۃَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَیۡهَاۤ اِنۡ کَانَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿

আর পঞ্চমবারে সাক্ষ্য দেবে যেযদি তার স্বামী সত্যবাদী হয়তবে নিশ্চয় তার উপর আল্লাহর গযব। (সুরা নুর ০৯)

 


আরো বিস্তারিত জানুন- https://ifatwa.info/27362/


 সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

(০১)

প্রশ্নের বিবরণ মতে শুধুমাত্র উক্ত তথ্যের ভিত্তিতে যেনার শাস্তি আরোপ হবেনা।

তবে তাদের কেউ স্বীকারোক্তি দিলে যেনার শাস্তি আরোপ হবে।


এক্ষেত্রে শুধুমাত্র ধর্ষকের শাস্তি হবে।


(০২)

শুধুমাত্র ডাক্তারি পরিক্ষার ফলাফলের ভিত্তিতে যেনার শাস্তি আরোপ হবেনা।

তবে তাদের কেউ স্বীকারোক্তি দিলে যেনার শাস্তি আরোপ হবে।

এক্ষেত্রে শুধুমাত্র ধর্ষকের শাস্তি হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (30 points)
ধর্ষণ না অপবাদ তা বুঝার জন্য কি কি শর্ত প্রয়োজন? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...