১)আসসালামু আলাইকুম শায়েখ...আমার বিয়ে হয়েছে ১বছরের বেশি। শাশুড়ী ও স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে, আমার দ্বীন পালনে কোনো সহযোগিতা না পাওয়ায় স্বামীকে তালাকের নোটিশ পাঠাই...কিন্তু সে কোনোভাবেই বিয়ে ভাঙতে রাজি না,, তাও আমার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়..আমার প্রশ্ন হল দেশের আইনে তো ৩মাস হলেই তালাক হয়ে যাবে।। কিন্তু যেহেতু স্বামী তালাক দিতে চাচ্ছে না তাহলে কি ইসলামি আইনে তালাক হবে?
২)স্বামী আবার সব সমস্যা সমাধান করে দিবে বলেছে, এদিকে আমার ফ্যামিলি আমার দুরবস্থার কথা দেখে আমাকে আর ফেরত পাঠাতে রাজি না, আমি পড়েছি উভয় সংকটে। স্বামী বার বার রিকুয়েষ্ট করার পর ও তাকে রিজেক্ট করার জন্য কি আমার উপর তার অভিশাপ পড়বে? আবার এদিকে আব্বু আম্মুর কথা না শুনে স্বামীর কাছে ফেরত গেলে তারা কষ্ট পাবে, তখন কি আমার সুখ হবে, এই চিন্তায় আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিনা,, এই অবস্থায় আমার কি করণীয় হবে যদি বলতেন শায়েখ