বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
আবু দাঊদ শরীফে হযরত সামুরা ইব্ন জুনদুব (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ স. ইরশাদ করেন :
ﻣﻦ ﺟﺎﻣﻊ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ ﻭﺳﻜﻦ ﻣﻌﻪ، ﻓﺎﻧﻪ ﻣﺜﻠﻪ –
“যে ব্যক্তি অমুলিমদের সাথে চলাফেরা করবে এবং তাদের সাথে বসবাস করবে, সেও তাদের অনুরূপ হবে”। (আবু দাঊদ, কিতাবুদ্দাহায়া)
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাইবোন!
কোনো ব্যক্তি যদি মুসলিম দেশে হন্যে হয়ে খোঁজাখোঁজি করা সত্ত্বেও শিক্ষা অর্জনের কোনো ব্যবস্থা করতে না পারলে, এমন পরিস্থিতিতে যদি কোনো অমুসলিম দেশে শিক্ষার সুযোগ পায়,তাহলে দু’টি শর্তে তার জন্য সেখানে যাওয়া এবং সেখান থেকে শিক্ষার্জন করা জায়েয হবে।যথাঃ-
- (এক)সেখানে আমলী জিন্দিগী তথা, ইসলামী বিধি-বিধান পরিপালনে সম্পূর্ণ নিরাপদ থাকতে হবে।
- (দুই)সেখানকার প্রচলিত অশ্লীলতা, বেহায়াপনা-বেলেল্লাপনা থেকে নিজেকে সংযত রাখতে হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন- 4532
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যদি দেশে লেখাপড়ার ব্যবস্থা করতে না পারেন,তাহলে ভবিষ্যতে ইসলাম ও মুসলমানের খেদমত করবেন,এমন নিয়ত রেখে অমুসলিম দেশে পড়াশোনার জন্য যেতে পারবেন।যদি তথায় জামাতে নামায পড়ার কোনো সুযোগ করতে না পারেন,তাহলে একাকী নামায আদায় করে নিলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন।