ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
"'মহিলাদের হজ্জ থেকে ফিরে এসে ৪০ দিন পর্যন্ত ঘরে ইবাদাত-বন্দেগি করে কাটালে মক্কা-মাদিনায় ইবাদাত করার সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে না। এ মর্মে কুরআন হাদীসে কিছুই আসে নি।
ঘরে ইবাদত বন্দেগি তো সবসময় করাই উচিৎ।এবং মুসলমান যুবক যুবতির জন্য একান্ত কাম্য। তবে এ নিয়ে শরীয়তে কোনো বিধান আরোপ করা হয়নি।
وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ أَنَّ النَّبيَّ ﷺ قَالَ كَفَى بِالمَرْءِ كَذِباً أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ رواه مسلم
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা কিছু শোনে (বিনা বিচারে) তা-ই বর্ণনা করে।’’ (মুসলিম ৭)