ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
সমকামিতায় লিপ্ত থাকা,দাড়ি না রাখা,বা ফ্রিমিক্সিং পরিবেশে সন্তুষ্ট থাকা,এসবই কবিরা গোনাহ।
কবিরা গোনাহ করলে বান্দা ইসলাম থেকে বের হয়ে যায় না।এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বিশ্বাস।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2260
সু-প্রিয় প্রশ্নকারি দ্বীনি ভাই/বোন!
(১)
তাদের গোনাহ হবে, তাওবাহ ব্যতিত এই গোনাহ মাফ হবে না। তবে এজন্য তারা চিরকাল জাহান্নামি হবে না।
(২)
তাদেরকে আল্লাহর শত্রু বলা যাবে না তবে আল্লাহর শত্রুর বন্ধু বলা যেতে পারে।
(৩)
তাদের কে হেদায়তে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তাদের সাথে সম্পর্ক না রাখা সম্পর্কে কোনো বিধিনিষেধ আসেনি।হ্যা, তাদের সঙ্গ গ্রহণ না করার উৎসাহ দেয়া হয়েছে।
(৪)
আন্তরিক বন্ধুত্ব তাদের সাথে রাখা যাবে না।
(৫)
তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকবেন। পাশাপাশি নিজে নিরাপদ থেকে তাদেরকে হেদায়তে নিয়ে আসার চেষ্টা করবেন।