আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম উস্তায,
অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক গ্রুপে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন টপিকের উপর নোট পাওয়া যায়। যারা এগুলো শেয়ার করেন, তারা সবার উদ্দেশ্যে ফ্রিতেই দিয়ে থাকেন।
এখন প্রশ্ন হলো, অনেক ক্ষেত্রেই এসব নোট গাইরে মাহরাম কেউ (মেয়ে) শেয়ার করেন। নোটখাতা থেকে ছবি তোলার সময় অনেকের অসাবধানতাবশত হাতের কিছু অংশ (যেমন: হাতের আঙ্গুল, কব্জি ইত্যাদি) ছবির মধ্যে চলে আসে।
(১) তো এ অবস্থায় ওই নোট দেখা/পড়া যাবে কি?
(২) এগুলো যদি আমি অন্য কাউকে শেয়ার করি, তাহলে এর দ্বারা গুনাহে জারিয়া চালু হবে কি?
মেহেরবানি করে জানাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর।