বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
মুরতাদের শাস্তি হুকুমত বাস্তবায়ন করবে।জনগণ কর্তৃক মুরতাদের শাস্তি প্রয়োগ করা কখনো জায়েয হবে না।
পুড়িয়ে হত্যা করা কারো জন্য জায়েয নয়।না সরকারের জন্য জায়েয।না জনগণের জন্য জায়েয।
যেমন হাদীস শরীফে এসেছে-
أن النبي صلى الله عليه وسلم قال: إِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلاَّ اللَّهُ.
"রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগুন দ্বারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ শাস্তি দিতে পারে না৷" (সহীহ বুখারী: ৩০১৬)
وَرَأَى النبي صلى الله عليه وسلم قَرْيَةَ نَمْلٍ قَدْ حرقها بعض الصحابة بالنار فقال: إِنَّهُ لَا يَنْبَغِي أَنْ يُعَذِّبَ بِالنَّارِ إِلَّا رَبُّ النَّارِ.
"রাসূলুল্লাহ সা, দেখলেন জনৈক সাহাবী পিঁপড়ার বাসা আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছেন৷ তখন রাসূল সা, বললেন, আগুনের প্রতিপালক ছাড়া আগুন দ্বারা অন্য কেউ শাস্তি দিতে পারে না৷" (সুনানে আবু দাউদ: ২৬৭৫)
তাদের জন্য উচিৎ হয়নি,এভাবে হত্যা করা।তাদের উচিৎ ছিলো,হুকুমতের কাছে হস্তান্তর করা।