বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ حَدَّثَنَا بَكْرٌ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لَقِيَهُ فِي بَعْضِ طَرِيقِ الْمَدِينَةِ وَهْوَ جُنُبٌ، فَانْخَنَسْتُ مِنْهُ، فَذَهَبَ فَاغْتَسَلَ، ثُمَّ جَاءَ فَقَالَ " أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ ". قَالَ كُنْتُ جُنُبًا، فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ وَأَنَا عَلَى غَيْرِ طَهَارَةٍ. فَقَالَ " سُبْحَانَ اللَّهِ، إِنَّ الْمُؤْمِنَ لاَ يَنْجُسُ
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ তাঁর সাথে মদ্বীনার কোন এক পথে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দেখা হলো। আবূ হুরায়রা (রাঃ) তখন জানাবাত অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে অপবিত্র মনে করে সরে পড়লাম। পরে আবূ হুরায়রা (রাঃ) গোসল করে এলেন। পুনরায় সাক্ষাত হলে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ ওহে আবূ হুরাইরা! কোথায় ছিলে? আবূ হুরায়রা (রাঃ) বললেনঃ আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তিনি বললেনঃ সুবহানাল্লাহ্! মু’মিন অপবিত্র হয় না।
(বুখারী শরীফ ২৮৩)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বাসে,ট্রেনে চড়ার সময় একজনের সাথে আরেকজনের ছোয়া লাগে।এতে শরীর নাপাক হয়ে যায়না।
(০২)
অমুসলিম এর গায়ের ঘাম লাগলে শরীর নাপাক হয়ে যাবেনা।
তবে তার গায়ে নাপাকি লেগে থাকলে এক্ষেত্রে সেই স্থান হতে ঘাম বের হয়ে মুসলমানের শরীরে লাগলে ঘাম লাগা স্থান নাপাক হবে।
★তাদের কাপড় ধরলে শরীর নাপাক হয়ে যায়না।
তবে তাদের কাপড়ে ভেজা নাপাকি থাকলে,ঐ কাপড় ধরার ফলে হাতে ভেজা পাওয়া গেলে হাত নাপাক হয়ে যাবে।
(০৩)
অমুসলিমদের নিরামিষ রেস্টুরেন্টে যে থালাবাসন দেয়া হয় সেগুলোর ক্ষেত্রে নাপাক জাতীয় কিছুর সংমিশ্রণ না হলে তাহা পাকই থাকবে।
প্লেট,গ্লাস ভেজা অবস্থায় ধরলে সেগুলো পাকই থাকবে।
তবে যদি আপনি তাতে নাপাক জাতীয় কিছুর সংমিশ্রণ সম্পর্কে নিশ্চিত হোন,বা প্রবল ধারনা হয়,তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে।