আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
254 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (38 points)
১/
يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوالْمَبْثُوث ۙ
আমি সূরা ক্বরিয়াহর ৪ নং ইয়াওমা ইয়াকুনুন নাসু না পড়ে ইয়াওমা ইয়াকুমুন নাসু পড়েছি নুন এর জায়গায় মীম দিয়ে পড়েছি এতে কি আমার স্বলাত ফাসিদ হয়ে গেছে?
আবার
فَهُوَ فِيْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ
ক্বরিয়াহর ৭ নং আয়াতে শেষের শব্দ রদ্বিয়াহ তে আমি রদ্বিফাহ পড়েছি এতেও কি নামায বাতিল হয়েছে?

الَّتِيْ تَطَّلِعُ عَلَي الْاَفْـِٕدَةِ ؕ
হুমাযাহর ৭ নং আয়াতে আমি আফইদাহ তে আলিফ দিয়ে না পড়ে আইন দিয়ে পড়েছি এতে কি স্বলাত বাতিল হয়েছে?

 -- আমার তো মনে নেই কোন কোন স্বলাতে আমি এই সূরাহ গুলো পড়েছি,আমি কিভাবে স্বলাতগুলো পড়বো,কয় ওয়াক্ত পড়বো?

২/আমার গলায় কফ হওয়ায় আমি যদি স্বলারতঅবস্থায় খাকানি দেই তাহলে কি আমার স্বলাত ভেংগে যাবে??

৩/আমি আগে জানতাম না যে সাওমরত অবস্থায় মলদ্বারে পানি গেলে সাওম ভেংগে যায়, আমার সন্দেহ হয় যে আগে যেই সাওমগুলো রেখে এসেছি সেই সাওমগুলো রাখা অস্থায় আমার মলদ্বারে পানি গিয়েছিল কিনা(আমার মনে নেই কারণ এতগুলো সাওম) তাহলে কি আমাকে আগের সকল সাওমগুলো আবার রাখাতে হবে??
৪/মেয়েরা কি দাওয়াহ দিতে পারে??
৫/ঘরে বাবা না থাকায় ( চাকরির কারনে বিদেশে থাকায়)এবং মা সবসময় অসুস্থ থাকার কারণে কি মেয়েদের বাজার করা জায়েজ?
৬/IOM এর সামা'আত কোর্সের ওয়ারিয়েন্ট ক্লাস করা আবশ্যক ছিল আমি করতে পারিনি ; এ কারনে কি আমার গুনাহ হবে?
৭/স্বত্ব সংরক্ষিত বইয়ের অডিও শোনা যাবে??
৮/অনেক সময় তালিমের বক্তারা স্বত্বসংরক্ষিত বই দেখে পড়েন সেই তালিম  কি শুনা যাবে??
অনেক সময় বুঝিও না যে   বই দেখে পড়া হচ্ছে তালিমে;সেক্ষেত্রে কি করবো??
৯/কারো যদি গীবত শুনার একদম ইচ্ছা না থাকে কিন্তু হাঠাৎ গীবত কয়ানে এসে পড়লে কি তার গুনাহ হবে?

১০/কারো যদি অনেক কাযা স্বলাত থাকে আর তার পক্ষে যদি ফরজ ও সুন্নতে মুয়াক্কাদাহ পড়াই কষ্টকর হয়ে যায় সে কিভাবে কাযা আদায় করবে?

১১/আমি না জেনে প্রিমিয়াম app free তে ব্যবহার করে ফেলেছি এতে কি বান্দার হক নষ্ট হয়েছে? আমি কেটে দিয়েছি তাওবা করাই কি যথেষ্ট হবে নাকি টাকাও দিতে হবে? কারো কাছে যদি টাকা না থাকে সে কিভাবে দিবে?

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সূরা ক্বরিয়াহর ৪ নং ইয়াওমা ইয়াকুনুন নাসু না পড়ে ইয়াওমা ইয়াকুমুন নাসু পড়েছি নুন এর জায়গায় মীম দিয়ে পড়ার কারণে অর্থে মারাত্বক কোনো পরিবর্তন হয়নি,তাই স্বলাত ফাসিদ হবে না।

ক্বরিয়াহর ৭ নং আয়াতে শেষের শব্দ রদ্বিয়াহ তে আমি রদ্বিফাহ পড়ার কারণে এমন অর্থে পরিবর্তন হয়েছে,যাতেকরে বিপরীত অর্থেরও সম্ভাবনা রয়েছে, তাই নামায ফাসিদ হয়েছে, নিশ্চিতভাবে বলা না গেলেও নামাযকে দোহড়িয়ে নেয়া উচিৎ।

হুমাযাহর ৭ নং আয়াতে আফইদাহ তে আলিফ দিয়ে না পড়ে আইন দিয়ে পড়া হয়েছে,এতে করে বিপরীত অর্থের কোনো সম্ভাবনা নাই, তাই স্বলাত বাতিল হবে না।


(২)
কফের দরুণ খাকানি দিলে নামায ফাসিদ হবে না।

(৩)
সন্দেহের বিত্তিতে শরীয়তের কেনো বিধান কার্যকর হয় না, সুতরাং আপনার অতীতের রোযা গুলো ফাসিদ হবে না।

(৪)
পর্দার ভিতরে থেকে মেয়েরা দাওয়াত দিতে পারবে।

(৫)
ঘরে বাবা না থাকায় ( চাকরির কারনে বিদেশে থাকায়)এবং মা সবসময় অসুস্থ থাকার কারণে মেয়েরা  বাজার করতে পারবে।তবে অবশ্যই পর্দার সাথে ঘরের বাহিরে যেতে হবে।

(৬)
গোনাহ না হলেও আপনার জন্য জরুরী ছিল উক্ত ক্লাসে জয়েন হওয়া।

(৭)
না, যাবে না।

(৮)
তালিমের বক্তারা স্বত্বসংরক্ষিত বই দেখে পড়ালে, নিশ্চয় লিখকের অনুমতি রয়েছে বলেই তারা পড়াচ্ছেন। 

(৯)
কারো যদি গীবত শুনার একদম ইচ্ছা না থাকে কিন্তু হাঠাৎ গীবত এসে পড়ে,তাহলে এজন্য তার গুনাহ হবে না।

(১০)
কাযা আদায়ের জন্য তাকে সর্বোচ্ছ চেষ্টা করতে হবে।কষ্টকর হলেও মাফ নাই।বরং তাকে কাযা আদায় করতেই হবে।প্রতি ফরয ওয়াক্তের সাথে একটিকরে অতীতের উক্ত ওয়াক্তের কাযা করে নিলেই বিষয়টা সহজ হিসেবে বিবেচিত হবে।

(১১)
টাকা দিতে হবে।টাকা বর্তমানে না থাকলে, ভবিষ্যতে দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 99 views
...