বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাব
আল্লাহ তা'আলা বলেন,
فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ
অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ
এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ
যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ
আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,(২১৪-২১৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাকে উপর ওয়াজিব যে, আপনি নিকত্মায়দের কে হেকমতের সাথে দ্বীনের দাওয়াত দিবেন।যখন দাওয়াত দিয়ে দেবেন,তখন আপনার দায়িত্ব শেষ।নয়তো হাশরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে।